ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সংবিধানের সাম্প্রদায়িক ধারাগুলো বাতিলের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সংবিধানের সাম্প্রদায়িক ধারাগুলো বাতিলের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান সংবিধান থেকে সকল সাম্প্রদায়িক ধারা বাতিল করার দাবি জানিয়ে সংবিধান দিবস পালন করেছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি।

১৯৭২ সালের ০৪ নভেম্বর জাতীয় সংসদে গৃহীত হয় স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান।

দিবসটি উপলক্ষে বুধবার (০৪ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি।

সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক কামাল লোহানী। আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহবায়ক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক ডা. মুশতাক হোসেন এবং সদস্য সচিব অধ্যাপক বদিউর রহমান।

সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান থেকে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ধারাগুলো বাতিল, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করার দাবি জানান।

বাংলাদেশে বসবাসরত সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।