ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আদালতে নেওয়ার পথে বেনাপোলে আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আদালতে নেওয়ার পথে বেনাপোলে আসামির পলায়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্টথানা থেকে যশোর আদালতে নেওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে হ্যান্ডকাপ পরা অবস্থায় ইলিয়াছ নামে অস্ত্র মামলার এক আসামি পালিয়েছেন।

এ দুর্ঘটনায় বেনাপোল পোর্টথানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল আহত হয়েছেন।



বুধবার (০৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই আসামিকে পুলিশের পিকআপ ভ্যানে করে বেনাপোল পোর্টথানা থেকে যশোর আদালতে নেওয়া হচ্ছিল। পথে কাগজপুকুর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় আসামি ইলিয়াছ কৌশলে পালিয়ে যান। এতে আহত হন এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম, মিজান ও পিকআপ ভ্যানচালক হামজা।

বেনাপোল পোর্টথানার অপর এসআই সুজিত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে যশোর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্র বেচা-কেনার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইলিয়াছকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি (নাইন এমএম) পিস্তল উদ্ধার করা হয়। ইলিয়াছ মোল্লা একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি রাজবাড়ী জেলা সদরের কারচন্দ্রপুর গ্রামের সুরুজ মোল্লার ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।