ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ ভ্যানে গুলি

সেই প্রাইভেটকার জব্দ, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সেই প্রাইভেটকার জব্দ, আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে গুলির ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত 'কালো রঙের' সেই প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঘাটুরা গ্রামের কাজী নাহিদের বাড়ি থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।



এছাড়া, বিকেল পর্যন্ত পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলির ঘটনায় ছয় যুবককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘাটুরা গ্রামের কাজী নাহিদের বাড়ি থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
 
এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত ছয় যুবককে আটক করা হয়েছে।

আটকরা হলেন- স্বপন (২০), আমির হোসেন (২৫), শাহীন (২৮),  কাজী হোসেন (২৬) ও কাজী মোশাররফ হোসেন (৫০)।

এর আগে ঘটনায় সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল ভূঁইয়া ও গাড়ি চালক কনস্টেবল আবুল বাশারকে ক্লোজড করা হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলা দায়েরের বিষয়ে এএসপি তাপস বলেন, এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি ও মাদক পাচারের অভিযোগে দু’টি মামলা হয়েছে। এসব মামলায় আটকদের গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।