ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশে নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দেশে নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল: দুই বিদেশি নাগরিকসহ লেখক-প্রকাশক হত্যা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।



বক্তারা অবিলম্বে বিদেশি ও প্রকাশক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান।

সমাবেশে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদের বরিশাল জেলা সভাপতি অ্যাড. আব্দুল হাই মাহবুব, গণফোরাম বরিশাল জেলা সভাপতি অ্যাড. হিরন কুমার দাস মিথুন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাড. এ কে আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, গণসংগীত শিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহিলা পরিষদের সহ সভাপতি নূরজাহান বেগম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু ও শিক্ষক নেতা দাস গুপ্ত আশিষ কুমার প্রমুখ।

সমাবেশ শেষে নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।