ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৩২) নামের এক পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত সাইফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। তিনি
টঙ্গী এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং স্থানীয় জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার সুইং বিভাগের ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জোবায়েদ হোসেন বাংলানিউজকে জানান, সাইফুল রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। পথে কারখানার অদূরে ঝিনু মার্কেট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্রে এলোপাতারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।
 
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, কারখানার কাজ নিয়ে সাইফুলের দেওয়া অভিযোগের ফলে বুধবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জীবন নামে এক শ্রমিককে চাকরিচ্যুত করে। ওই শ্রমিকের নেতৃত্বে এ হত্যা হতে পারে বলে তার ধারণা।

সাইফুলের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।