ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তাদের ফেসবুকে দায়িত্বশীল হতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সরকারি কর্মকর্তাদের ফেসবুকে দায়িত্বশীল হতে নির্দেশ

ঢাকা: সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে ও একান্ত ব্যক্তিগত বিষয়ে পোস্ট না করার নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া উদ্ভাবনী সরকারি কাজের ইতিবাচক দিক যা অন্যকে উদ্বুদ্ধ করতে পারে এমন বিষয়ে পোস্ট করার কথা বলা হয়েছে।



বুধবার (০৪ নভেম্বর) মন্তিপরিষদ বিভাগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দায়িত্বশীল হওয়ার এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
 
গত ২৮ অক্টোবর উপসচিব মঈনউল ইসলাম সাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মত প্রকাশের অবারিত সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু কোনো সরকারি কর্মকর্তার অবাধে ও কাজের কর্মের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে যথেচ্ছ আচরণ করার সুযোগ নেই।

নির্দেশনায় আরো বলা হয়, গত আগস্ট মাসে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠ পর্যায়ের একজন কর্মকর্তার পোস্ট করা একটি ছবি নিয়ে আলোচনা হয়। ওই ছবিটি পেশাগত আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএমএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।