ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে ট্রাক চাপায় বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সৌদিতে ট্রাক চাপায় বাংলাদেশি নিহত ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের বাসিন্দা আবদুল মালেক মানিক (৩০) নামে এক ব্যক্তি সৌদি আরবে ট্রাক চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদির আল গাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মানিক কমলনগরের পাগলা গ্রামের মো. ইসরাফিলের ছেলে। তিনি সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন।

বুধবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান, স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন।

নিহতের ছোট ভাই আপন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ি মানিককে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটক পড়লে অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।