দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে অপহরণের ১৫ দিন পর নুপুর রাণী (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) রাতে তাকে উপজেলার হাবিবপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।
অপহৃত কিশোরী নুপুর উপজেলার চাকুল গ্রামের বিপুল চন্দ্র মহন্তের মেয়ে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুপুরকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীসহ বাড়ির লোকজন পালিয়ে যায়।
গত ২১ অক্টোবর স্থানীয় কেটরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে নুপুরকে অপহরণ করা হয়। পরদিন তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর