ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৪৭ তম কারারক্ষী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
৪৭ তম কারারক্ষী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহী: রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে ৪৭ তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজের আয়োজন করা হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাপনী কুচকাওয়াজের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাখাল চন্দ্র বর্মণ।

এ সময় রাজশাহী বিভাগের ডিআইডি প্রিজন্স ও কারা প্রশিক্ষণ একাডেমির কমান্ড্যান্ট বজলুর রশীদ উপস্থিত ছিলেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন, ডেপুটি জেলার ফেরদৌস মিঞা।

এবছর সমাপনী কুচকাওয়াজে ১৯১ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন।
 
১৯৯৫ সাল থেকে রাজশাহী কারা একাডেমির যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত জেল সুপারদের ৬টি, ডেপুটি জেলারদের ১০টি, কারারক্ষী ও মহিলা কারারক্ষী ব্যাচের ৪২টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।