আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশ-১’র কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়া থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান,শিল্প পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে আশুলিয়া থানায় সকালে বাদী হয়ে মামলা করেন থানার এসআই আজাহারুল ইসলাম। এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
তবে সদস্যদের নামের তালিকা এখনো হাতে পৌঁছেনি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে, বুধবার (৪ নভেম্বর) ঘটনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুরো এলাকাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার পর সাভারে অন্তত ১৫টি স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। সন্দেহজনক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনার পর বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে ঘটনাস্থলের পাশের সব দোকানপাট।
অন্যদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে সাভারের আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে প্রত্যাহার করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
বুধবার সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে আশুলিয়া থানার এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চার পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইএইচ/জেডএস