নেদারল্যান্ডসের হেগ থেকে: আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষ্যে কূটনৈতিক ও শিক্ষা বিষয়ক চারটি দলিল সই করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) রাতে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কাটশুইস-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের উপস্থিতিতে এসব দলিল সই হয়।
দলিলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘কূটনৈতিক পরামর্শ’ বিষয়ক একটি সমঝোতা স্মারক এবং বাংলাদেশের জুনিয়র কূটনৈতিকদের প্রশিক্ষণ বিষয়ে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে একটি অঙ্গীকারপত্র।
এছাড়া আরও সই হয় শিক্ষা ও কারিগরি সহযোগিতা বিষয়ে স্যাক্সিয়ান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একটি সমঝোতা চুক্তি এবং একটি সমঝোতা স্মারক।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমইউএম/এএ
** আরো ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করবে নেদারল্যান্ডস