ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে হামলায় গুরুতর আহত কবি তারেক রহিমের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিরেছে জ্ঞানও।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, এই মাত্র টানা চার ঘণ্টাব্যাপী অপারেশন শেষ হলো। সকাল ১১টায় শুরু হয় অপারেশন। এতে অধ্যাপকরা অংশ নেন। গুরুত্ব দিয়ে কাজটি করা হয়েছে। ডান হাতের কবজি থেকে কুনই পর্যন্ত হাড়ে ফ্র্যাকচার ছিল। সেগুলো অস্ত্রোপচার করা হয়েছে। জোড়া দেওয়া হয়েছে রগও। আশা রাখি মোটামোটি সফল হয়েছে কাজ।
তবে তারেক রহিমের এখনও শঙ্কার বিষয়টি উড়িয়ে দেননি এই চিকিৎসক। বলেন, বাম হাতের বৃদ্ধা আঙুল 'কে-ওয়্যার' দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তার পাশের আঙুল নিয়েও শঙ্কা রয়েছে। কারণ সেখানে রক্ত চলাচল খুবই কম।
অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান আরও জানান, আর্থপেডিক চিকিৎসাটি দীর্ঘ মেয়াদী। এই ব্যাপারেও তাই। তাকে অপারেশন শেষে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। ইতোমধ্যে জ্ঞানও ফিরেছে। এখন থেকে সব সময় পর্যবেক্ষণে থাকবেন। সাতদিন পর বিভন্ন পরীক্ষা করা হবে। এরপর বাকি সিদ্ধান্ত বলেও জানান তিনি।
ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা অাবদুল গফুর বাংলানিউজকে বলেন, প্রকাশক আহমেদুর রশীদ টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসু এখন শঙ্কামুক্ত। তারা ভালো আছেন, কেবিনে আছেন। পরিচর্যা চলছে। তবে চিন্তাটা হলো তারেককে নিয়ে। তার বাম হাতের আঙুলের বিষয়টি বেশ জটিল অবস্থায় রয়েছে এখনও।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে কবি তারেক রহিম, প্রকাশনীর স্বত্বাবাধিকারী ও লেখক আহমেদুর রশীদ টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা চালায় চারজন যুবক। তারা এ তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এজেডএস/আইএ