পাবনা: পাবনা সদর উপজেলা থেকে নাহিদ হোসেন (২২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নুরপুরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাহিদ আটঘরিয়া উপজেলার রায়পুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, দুপুরে নুরপুর এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা নাহিদকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এটি