ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে টাইম স্কেল-সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
শেরপুরে টাইম স্কেল-সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি

বগুড়া: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে স্থানীয় সরকারি চাকরিজীবীরা এ সমাবেশ করেন।



সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহীম, উপজেলা প্রকৌশলী কে এম ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, মৎস্য কর্মকর্তা জবায়দুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ডা. আবু রায়হান, ডা. আবু হাসান, আফজাল হোসেন, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া, এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দফতরে কর্মরত বিসিএস ক্যাডার, ননক্যাডারসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের সরকারি চাকরিজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।