শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার তারাকান্দি এলাকায় ট্রাকচাপায় মারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া তারাকান্দি এলাকার মারুফ মিয়ার মেয়ে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বাংলানিউজকে জানান, শিশু মারিয়া বিকেলে তারাকান্দি এলাকা সড়ক পার হওয়ার সময় পেছন থেকে মাটিবোঝই একটি ট্রাক মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ