ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাচারের হাত থেকে রক্ষা পেলো ১১ বছরের শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
পাচারের হাত থেকে রক্ষা পেলো ১১ বছরের শিশু

রাজশাহী: পাচারের হাত থেকে রক্ষা পেলো ১১ বছর বয়সী রেজাউল নামের এক শিশু।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে পদ্মার চর থেকে তাকে উদ্ধার করা হয়।

রেজাউলের বাড়ি ঢাকার কমলাপুর স্টেশনের পাশে। বর্তমানে তাকে বোয়ালিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

রাজশাহী মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফ্ফার শামীম জানান, পদ্মা নদীর চরে তিনি জমি চাষ করেন। বৃহস্পতিবার দুপুরে চাষাবাদের কাজ সেরে নৌকায় বাড়ি ফেরার সময় শিশু রেজাউলকে চরের মধ্যে দৌড়ে নৌকার কাছে আসতে দেখেন। পরে রেজাউলকে তিনি নৌকায় উঠিয়ে নেন।

উদ্ধার রেজাউল জানায়, তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। বাবা তাদের ছেড়ে চলে গেছে। মা বিদেশে চাকরি করেন। ঢাকার কমলাপুর স্টেশনের পাশে মুগদাবাজার এলাকায় সে খালার বাড়িতে থাকে। বেড়াতে যাওয়ার নাম করে অপরিচিত কয়েকজন কমলাপুর স্টেশন থেকে তাকে ট্রেনে করে রাজশাহী নিয়ে যায়। সেখান থেকে তাকে পদ্মার চরে নিয়ে যাওয়া হয়।

অপরিচিত ওই ব্যক্তিরা তাকে ভারতে পাচার করতে চেয়েছিল। কিন্তু নিজ বুদ্ধিমাত্তায় সে পালাতে সক্ষম হয় বলেও জানায় রেজাউল।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, উদ্ধারের পর শিশুটিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে থেকে তাকে থানায় বুঝিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে। শিশু রেজাউলকে তার পরিবারের কাছে ফেরানোর প্রক্রিয়া চলছে বলেও জানান শাহাদাৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।