জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি অঞ্জলি রায় (৬৮) আর নেই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুমনা গুপ্তার মা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
অঞ্জলি রায় বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৯ নম্বর সেক্টরের এই মুক্তিযোদ্ধা স্বামী শংকর প্রসাদ গুপ্ত, একমাত্র সন্তান সুমনা গুপ্তা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অঞ্জলি রায়কে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অঞ্জলি রায়ের মরদেহ শেষকৃত্য অনুষ্ঠানের জন্য গাজীপুর জেলার কাশিমপুরে নেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টর, ঝালকাঠিতে যুদ্ধ করেন।
অঞ্জলি রায়ের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, শ্রীমতি অঞ্জলি রায়ের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিককে হারালো।
উপাচার্য দেশের প্রতি অঞ্জলি রায়ের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএ