গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিগারেটের প্রচারণার দায়ে দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ জরিমানা করেন।
এরা হলেন- উপজেলা সদরের বাড়াইপাড়া গ্রামের বকুল খানের ছেলে আবেদ মিয়া (২৭) ও একই ইউনিয়নের জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে মানিক সরকার (২৫)।
ইউএনও তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের চত্বরে ওই দুই ব্যক্তি আবুল খায়ের টোবাকোর পক্ষে ম্যারিস সিগারেটের প্রচারণার লক্ষ্যে প্যাকেট দিয়ে বিভিন্ন ডিজাইনের আকষর্ণীয় বক্স তৈরি করছিল।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে প্রত্যেকের পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
পরে সেখানে সিগারেটের প্যাকেট দিয়ে তৈরি বক্সগুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ