ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নদী ভাঙন রোধে ছাগলনাইয়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
নদী ভাঙন রোধে ছাগলনাইয়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের লাঙ্গলমোড়া এলাকায় ফেনী নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ভাঙন কবলিত এলাকার কয়েক’শ মানুষ ফেনী নদীর পাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন।



মানববন্ধনে এলাকাবাসী বলেন, একটি চক্র গত ৫ বছর ধরে মুহুরীগঞ্জের লাঙ্গলমোড়া অংশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে দুই/তিন কিলোমিটার এলাকাজুড়ে কয়েক’শ মানুষের বসত-বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ভুক্তভোগী ইউনুস ও আবুল কাশেম বাংলানিউজকে বলেন, আমাদের বাড়ির অর্ধেক জমি নদীতে চলে গেছে। বাকিটাও বিলীন হওয়ার পথে। তারা নদীর ভাঙন রোধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে দিলদার হাসান ভূঁইয়া দুলাল, জিয়াউল হক মিলন, মুনির হোসেন, কফিল, জালাল আহমদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।