গাজীপুর: বিভিন্ন দাবিতে গাজীপুর সড়ক বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে গাজীপুরে কৃষি গবেষণা ইন্সটিটিউটের হল রুমের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে হলের অভ্যন্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান, উপজেলায় ইউএনওদের কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের সমান সুযোগের দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. আমিরউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ, সড়কবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পেশার কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এমজেএফ