ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছয় দফা দাবিতে ২৬ বিসিএস ক্যাডারদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ছয় দফা দাবিতে ২৬ বিসিএস ক্যাডারদের প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনা: ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহালসহ ছয় দফা দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস’র (২৬ ক্যাডার) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



প্রকৃচি-বিসিএস, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

কমিটির সভাপতি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, সাধারণ সম্পাদক সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান, সহ-সাধারণ সম্পাদক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম, সাংগঠনিক সম্পাদক জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, সহ-সভাপতি ডা. রঞ্জন কুমার কর্মকার, বিএডিসি বীজ সরবরাহ কেন্দ্রের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী, উপ-পরিচালক (বীজ) দুলালুর রহমান, মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক অজিত কুমার সাহা, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জিয়াউদ্দিন সমাবেশে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।