সিলেট: সিলেটে মহানগরীর বড়বাজার পয়েন্ট থেকে ইলেকট্রিক সাপ্লাই-আম্বরখানা পয়েন্ট পর্যন্ত বক্স ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় বড়বাজার সড়ক সম্প্রসারণ কাজে কাউন্সিলর রেজওয়ান আহমদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, নগরী থেকে বিমানবন্দর সড়কে যাওয়ার বিকল্প পথ এটি।
এই কাউন্সিলরের অনুরোধেই অর্থমন্ত্রী বড়বাজার সড়কটি পায়ে হেঁটে পরিদর্শন করেছিলেন এবং রাস্তা সম্প্রসারণের পক্ষে মত দিয়েছিলেন।
এ সময় কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, রাস্তা সম্প্রসারণ কাজে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয় হয়েছিল। অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার কারণেই বরাদ্দ পাওয়া সহজ হয়।
এই উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে জলাবদ্ধতা দূরকরণে প্রকল্প বাস্তবায়ন করার সুফলও এলাকাবাসী পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/আইএ