সিলেট: সিলেট নগরীর চৌহাট্টায় দু’টি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানাসহ দেড় লাখ টাকার ফুড সাপ্লিম্যান্ট আনরেজিস্টার্ড, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালান করেন সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে নগরীর চৌহাট্রাস্থ অরিন ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিন ট্রের্ডাস থেকে ১ লাখ টাকার ফুড সাপ্লিম্যান্ট আনরেজিস্টার্ড, নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। তাকে সহযোগিতা করেন জেলা ওষুধ প্রশাসনের পরিদর্শক রোমেল মল্লিক।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এনইউ/আরএম