ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘দুই যুদ্ধাপরাধীর ফাঁসি ঠেকাতে জামায়াত-শিবিরের সন্ত্রাস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
‘দুই যুদ্ধাপরাধীর ফাঁসি ঠেকাতে জামায়াত-শিবিরের সন্ত্রাস’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

সিলেট: দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা ঠেকাতে জামায়াত-শিবির বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তবে কোনোভাবেই এ রায় কার্যকর কেউ রুখতে পারবে না মন্তব্য করেন তিনি।



বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিকরপাড়া মাঠে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত ‘নতুন জীবন লাইভলিহোড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ (এসজেএলআইপি) এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এসজেএলআইপি’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য একটি কঠোর জন্তু। এটাকে বিদায়ে সব ধরণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। আমাদের রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। এক্ষেত্রে আমরা সফল হতে পারলে মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে তার শ্রেষ্টত্বের মর্যাদা নিয়ে বাস করতে পারবে।

তিনি বলেন, সত্তর দশকে এদেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিলো। দেশে দারিদ্র্যের হার বর্তমানে ২২ শতাংশে নেমে এসেছে। চলতি মেয়াদে তা ১৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

অর্থমন্ত্রী আরও বলেন, অসুর শক্তির বিরুদ্ধে একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এই অসুর শক্তি এদেশটাকে ধ্বংস করে ক্ষমতা ছাড়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে নানা প্রতিকূলতা মাথায় নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশ ও জনগণের কল্যাণ ছাড়া তার আর কোনো লক্ষ্য নেই। প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণেই দারিদ্র্য বিমোচনের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে।
 
দেশে দারিদ্র্য বিমোচনের জন্য এসডিএফ স্যোশাল ডেভেলমমেন্ট কার্যক্রমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে দারিদ্র্য দূরীকরণের জন্য এসডিএফের এ কার্যক্রম একমাত্র নয়। একই সঙ্গে দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। বাংলাদেশে বর্তমানে ষাট হাজারেরও বেশি এনজিও আছে। তাদের মধ্যে ২৮ হাজার এনজিও’র কার্যক্রম বিকশিত ও লক্ষ্যণীয়। এরা সবাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। এর ফলে দেশে দ্রুত দারিদ্র্য হ্রাস হচ্ছে।

এসডিএফ’র চেয়ারম্যান সাবেক সচিব এমআই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশের অপারেশন অ্যাডভাইজার ক্রিস্টিন-ই কেইমস, ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সাবেক সচিব অর্থনীতিবিদ ড. একেএ মুবিন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্টিন ড্রামা, ট্রাস্ট টিম লিডার সিনিথামবাই মনোহরণ, এসডিএফ’র পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার।

স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সেলিনা পারভীন ও হাসিনা আক্তার, ক্বারি মাওলানা সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।