ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মাগুরায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।



সিভিল সার্ভিসের ২৬ ক্যাডার এবং ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাঈদ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. শেখ মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ডা. জুলি চৌধুরী, কর্মচারী পরিষদের সভাপতি কাউসার আলী ও শেখ মেজফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।