মাগুরা: প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিভিল সার্ভিসের ২৬ ক্যাডার এবং ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ।
সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাঈদ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. শেখ মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ডা. জুলি চৌধুরী, কর্মচারী পরিষদের সভাপতি কাউসার আলী ও শেখ মেজফর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এটি