ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চর ভদ্রাসনে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
চর ভদ্রাসনে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় অটোরিকশা চাপায় আজমীন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌলভীরচর সর্দারবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।



শিশুর বাবা মোস্তফা শেখ বাংলানিউজকে জানান, আজমীন দু’দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে খেলা করার এক পর্যায়ে রাস্তায় চলে ‍আসে সে, এ সময় দ্রুত গতির একটি অটোরিকশা চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চর ভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা অটোসহ চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।