ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘জাতি এখনও অন্ধকারে আছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
‘জাতি এখনও অন্ধকারে আছে’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

ঢাকা: শত বছর পরেও জাতি এখনো অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন জাগৃতি প্রকাশনীর প্রকাশক নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর কাটাবনের কনকর্ড অ্যাম্পোরিয়াম ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিবাদ সভাটির আয়োজন করে কনকর্ড অ্যাম্পোরিয়াম ভবনের প্রকাশকরা।

আবুল কাসেম ফজলুল হক বলেন, ১৯৭২ সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের গোটা জাতির উন্নতি হয়নি। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূথান ও একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের জাতিগত চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত হয়েছে। কিন্তু অন্ধকার দূর হয়নি।

তিনি বলেন, বাহাত্তর সালের পর আজ পর্যন্ত বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা রাখেনি। এ ব্যর্থতা আমার, আপনার ও গোটা জাতির। এ ব্যর্থতা দেশের বড় দলগুলোর ও বামপন্থিদের।

দেশে হত্যার যে ধারাবাহিকতা চলছে, তা আমাদের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আবুল কাসেম বলেন, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, তাতে কোনোভাবেই উন্নত চরিত্রের মানুষ হবে না। উন্নতমানের বিচারক বা প্রকাশক তৈরি হবে না। দেশে আগামী ১০ বছরে ন্যূনতম প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য কোনো লোক থাকবে না।

দীপন হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, পুলিশের ওপর আমার আস্থা আছে। তবে তাদের অভিযোগ করে কী আর হবে?

তাকে হুমকির বিষয়ে তিনি বলেন, ১৯৭২ সালের পর এত ভয় আমি কখনও পাইনি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু আমি না, দেশের অন্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন উচ্চ পাবলিশার্সের প্রকাশক নূর আলম, বর্ণচাষ প্রকাশনীর মিফতাদুর রহমান, গদ্যপদ্যের শাহ আনোয়ার শাহাদত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসজেএ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।