ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক থেকে টাকা নিয়ে দৌড়, ধরে পুলিশে দিলো জনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ব্যাংক থেকে টাকা নিয়ে দৌড়, ধরে পুলিশে দিলো জনতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিল সোনালী ব্যাংক শাখায় এক গ্রাহকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে শরীয়ত খান নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনালী ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ১৯ নম্বর কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এক গ্রাহক দুই লাখ টাকা টেলিফোন ট্রান্সফার (টিটি) করতে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ১৯ নম্বর কাউন্টারে দাঁড়ান।   টাকা জমা দেওয়ার ভান করে হাতে একটি জমা স্লিপ নিয়ে তার পাশেই দাঁড়ান শরীয়ত নামে ছিনতাইকারী। কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর তিনি সুযোগ বুঝে ওই গ্রাহকের হাত থেকে এক হাজার টাকার ১০০টি নোটের দু’টি বান্ডিল নিয়ে দৌড়ে ব্যাংক থেকে বেরিয়ে যান।
 
এ সময় ওই গ্রাহক ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে তার পিছু পিছু দৌড়াতে থাকেন। স্থানীয় জনতা শাপলা চত্বর এলাকা থেকে শরীয়তকে আটক করে সোনালী ব্যাংকে এনে মারধর করে। এরপর দুপুর পৌনে ৩টার দিকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় তাকে।
 
এ বিষয়ে সোনালী ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক ফনীন্দ্র ত্রিবেদীর মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
 
তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে শরীয়ত অনেক গুরুত্বপূণ তথ্য দিয়েছে। তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।