মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পানিতে ডুবে শাহানাজ খাতুন নামে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। এসময় ফিরোজা খাতুন নামে সাত বছর বয়সী আরেক শিশু আহত হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাহানাজ ওই গ্রামের রুপ চাঁদ আলীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাংলানিউজকে বলেন, মাঝপাড়া গ্রামে শাহানাজ ও তার বান্ধবী ফিরোজার বাড়ির পাশের একটি ডোবার পানিতে নেমে গোসল করেছিল। এসময় শাহানাজ ও ফিরোজা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফিরোজাকে ডুবতে দেখে তাকে উদ্ধার করলেও শাহানাজের ডুবে যাওয়ার বিষয়টি বুঝতে পারেনি তারা। ঘণ্টা কয়েক পরে শাহানাজ মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এটি