গাইবান্ধা: গাইবান্ধায় নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার ঝিনাশ্বর গ্রামের আবুল কালাম (৩৫), পলাশবাড়ি উপজেলার গৃধারীপুর গ্রামের রত্না রাণী (৩২), একই উপজেলার রাঙ্গামাটি ক্ষত্রিয়পাড়ার সাবিত্রী রাণী (৩৫), সুফল চন্দ্র কর্মকার (২৮) ও সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের বাচ্চু মিয়া (২৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বাংলানিউজকে জানান, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সদরসহ জেলার পলাশবাড়ি, সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এদের মধ্যে আবুল কালামকে চার মাস, রত্নাকে এক বছর ছয় মাস, সাবিত্রীকে দুই মাস, সুফল চন্দ্রকে ছয় মাস ও বাচ্চু মিয়াকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এসএইচ