ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ফলে এক হাজার ১০৪ জনকে লিখিত পরীক্ষার যোগ্য বলে নির্বাচিত করা হয়েছে।
মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে গত বছরের ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বছর ২৮ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নন-ক্যাডার শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে বিপিএসসি ফরম-৩ ডাউনলোড ও পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ থেকে ১৬ নভেম্বরের মধ্যে পিএসসির আগারগাঁও অফিসে জমা দিতে হবে।
ফরম পূরণ ছাড়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হবে না।
প্রিলিমিনারিতে নির্বাচিতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/আইএ