ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী আফসানা মিম (১৩)। মিম ওই উপজেলার লক্ষ্মণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মধুখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলামের হস্তক্ষেপে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষ্মণদিয়া কোর্টবাড়ি গ্রামের আকমল শেখের স্কুলপড়–য়া মেয়ে মিমের সঙ্গে ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা এক প্রবাসীর বিয়ে ঠিক করা হয়। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম ও মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন ওই বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।