রাজবাড়ী: রাজবাড়ী শহরের সজনকান্দা এলাকায় একটি তুলার গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হক মণ্ডল বাংলানিউজকে জানান, তুলার গোডাউনে আগুনের ঘটনায় দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের তার থেকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আগুনে দুই লাখ টাকার ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হক।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আইএ