ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সদর থানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
শেরপুরে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সদর থানা

শেরপুর: শেরপুরে পুলিশ সুপার আন্তঃ জেলা অনূর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদর থানা দল।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় শেরপুর সদর থানা দল ২৪-১৯ পয়েন্ট ব্যবধানে নকলা উপজেলা থানা দলকে পরাজিত করে।

এ সময় শত শত দর্শক খেলাটি উপভোগ করে।
 
ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেরপুর সদরের মাসুদ রানা সেরা খেলোয়াড় হিসেবে তিন হাজার টাকা পুরষ্কার লাভ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম। এ সময় অন্যদের মধ্যে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমসহ স্থনীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এ কাবাডি প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা থানা দল নকআউট ভিত্তিতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।