ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে স্টোভ বিস্ফোরণে বউ-শাশুড়ি দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মহাখালীতে স্টোভ বিস্ফোরণে বউ-শাশুড়ি দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মহাখালীতে রান্না ঘরের স্টোভ চুলা বিস্ফোরণে বউ-শাশুড়ি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন শহীদ তাজউদ্দিন সরণির একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।



গুরুতর আহত শাশুড়ি মোছা. সালমার (৬৫) শরীরের ৭৪ শতাংশ এবং ছেলের বউ নাজমা আক্তারের (৩৫) শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নাজমার স্বামী আবুল কালাম বাংলানিউজকে বলেন, রান্নাঘরের স্টোভ চুলা ধরাতে গিয়ে প্রথমে তার মা দগ্ধ হন। তাকে বাঁচাতে এসে দগ্ধ হন তার স্ত্রী নাজমা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এজেডএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।