ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
বগুড়ায় ৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা

বগুড়া: বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকদ্রব্য বিক্রেতা ও ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

সেখানে আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন।

আটককৃতদের মধ্যে উপজেলার রহমতপুর গ্রামের শাজাহান আলী (২০), কানাইকান্দর গ্রামের শহিদুল ইসলাম (২২) ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা সদরের আলমগীর হোসেনকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

অপরদিকে উপজেলার খন্দকারটোলা দক্ষিণপাড়ার লিটন তালুকদার (৪০), গোলাপ হোসেন (৪৭), হাসেম আলী (২০) ও তোতা মিয়াকে (৩৪) জুয়া আইনে পাঁচ দিনের কারাদণ্ড  দেয়া হয়।

শেরপুর থানার দায়িত্বরত পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা, সাধুবাড়ী ফাঁসিতলা ও শেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।