বগুড়া: বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকদ্রব্য বিক্রেতা ও ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আটককৃতদের মধ্যে উপজেলার রহমতপুর গ্রামের শাজাহান আলী (২০), কানাইকান্দর গ্রামের শহিদুল ইসলাম (২২) ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা সদরের আলমগীর হোসেনকে (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অপরদিকে উপজেলার খন্দকারটোলা দক্ষিণপাড়ার লিটন তালুকদার (৪০), গোলাপ হোসেন (৪৭), হাসেম আলী (২০) ও তোতা মিয়াকে (৩৪) জুয়া আইনে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়।
শেরপুর থানার দায়িত্বরত পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা, সাধুবাড়ী ফাঁসিতলা ও শেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমবিএইচ/আরআই