চুয়াডাঙ্গা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শাখা উদ্যোগে জাগৃতি প্রকাশনীর কর্ণধার প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বিকেলে জাসদের জীবননগর উপজেলা শাখার সভাপতি আ. রমিদের সভাপতিত্বে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জাসদের জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামছুল আলম ।
বক্তারা দীপনকে হত্যা ও প্রকাশক, ব্লগারদের উপর জঙ্গি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও তার সঠিক বিচারের দাবি করেন।
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরআই