ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জ্যাজ ও ব্লুজ ঘরানার গানের উৎসব শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
রাজধানীতে জ্যাজ ও ব্লুজ ঘরানার গানের উৎসব শুরু

ঢাকা: দেশে প্রথম বারের মতো বড় পরিসরে জ্যাজ ও ব্লুজ ঘরানার গানের আসর শুরু হলো। তিনদিনের এই উৎসব মাতাবেন দেশ-বিদেশের জ্যাজ ও ব্লুজ শিল্পীরা।



বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর সামরিক জাদুঘর মাঠে এ আসর শুরু হয়। দেশ ও বিদেশের নন্দিত শিল্পীদের নিয়ে এই উৎসবের আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড।

উৎসবের মূল আকর্ষণ মঞ্চে আসবেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী শিল্পী জন ম্যাকলাফলিন ও তার দল ফোর্থ ডাইমেনশন। বিশ্বের কিংবদন্তী গিটারিস্ট ও জ্যাজ গানের তারকা শিল্পী জন ম্যাকলাফলিনকে এক পলক দেখার পাশাপাশি তার পরিবেশনার জন্য অপেক্ষায় আছেন শ্রোতারা।

আয়োজকরা জানান, এ উপমহাদেশের সংগীতপ্রেমীরা জন ম্যাকলাফলিনের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত তাঁর সত্তর দশকের জ্যাজ-রক ফিউশন ব্যান্ড মহাবিষ্ণু অর্কেস্ট্রা ও গানের দল শক্তির সৌজন্যে। শক্তিতে জন ম্যাকলাফলিনের সঙ্গে বাজাতেন উপমহাদেশের প্রখ্যাত তবলাশিল্পী জাকির হোসেন।

এছাড়া এ শিল্পীর কালজয়ী কিছু কাজ রয়েছে আধুনিক জ্যাজ গানের পথিকৃৎ মাইলস ডেভিসের সঙ্গে। মূলত জ্যাজ সংগীত আফ্রিকা ও আমেরিকায় প্রচলিত হলেও জন ম্যাকলাফলিন সেই ঘরানার সঙ্গে মিশেল ঘটিয়েছেন উপমহাদেশীয় সংগীতের। তাই ৭৩ বছর বয়সী এই তারকাকে নিয়ে এখন এ অঞ্চলের জ্যাজ গানপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

তার পাশাপাশি ভারতীয় জ্যাজ সংগীত পরিবেশন করে সঙ্গীত ভক্তদের মাতাবেন শিল্পী লুই ব্যাঙ্কস।

উৎসবে ফরাসি জ্যাজ শিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব চায়না মোজেসও অংশগ্রহণ করবেন। থাকবেন যুক্তরাষ্ট্র থেকে গানের দল নিয়ে আসা কিংবেবি এবং সাই মাইস্ট্রো ট্রিও। ব্রাজিলের জ্যাজ গানের দল এসড্রাস নোগুইয়েরা কোয়ার্টেট গাইবেন এ উৎসবে।

বাংলাদেশের জ্যাজ ও ব্লুজ গানের শিল্পীরাও এ উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছেন। ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু তাঁর ব্লুজ গানের দল এবি ব্লুজ নিয়ে উঠবেন উৎসব মঞ্চে। উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গ্রামীণ ফোন।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৫
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।