ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামপুর‍ায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
রামপুর‍ায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা ছবি: প্রতীকী


ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরা নবীনবাগ বালুর মাঠ (নতুন রাস্তা) এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হাফিজ ওরফে হাফেজ (২৫) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পরে তার বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত হাফেজের সহপাঠী পলাশ। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বাংলানিউজকে জানান, রামপুরা এলাকার শামীম ও মুন্নাসহ ২০-২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে হাফেজকে ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহত হাফেজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

নিহত হাফেজের বাড়ি শরীয়তপুর জেলা সখিপুর থানার শনি আকন্দি গ্রামে। তার বাবার নাম বাবুল সরকার। হাফেজ খিলগাঁও তালতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাবুল সরকার বাংলানিউজকে জানান, তার ছেলে মাদক মামলায় গত মাসে জেল থেকে ছাড়া পেয়েছেন। পরে তাকে মাছের আড়তে মাছ কাটার কাজে লাগানো হয়। বুধবার বেলা ১টার দিকে তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায়। রাতে ছুরিকাঘাতে হাফেজকে হত্যার খবর পাওয়া যায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, তালতলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫ (আপডেট: ২১৫২ ঘণ্টা)
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।