ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চান বিরোধীদলীয় নেতা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চান বিরোধীদলীয় নেতা ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের কাছে শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চাইলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শিক্ষকদের মর্যাদার কথা চিন্তা করে বিশেষভাবে চিন্তা করে এর সুরাহা করার আহ্বান জানিয়েছেন তিনি।


 
বুধবার (১১ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা এ আহ্বান জানান।
 
রওশন এরশাদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির একটি নীতিমালা ছিল। সেই নীতিমালার আলোকে শিক্ষকদের পে-স্কেল, সিলেকশন গ্রেড ছিল, কিন্তু সেটা বাতিল করা হয়েছে।
 
তিনি বলেন, বর্তমান সরকার অষ্টম পে-স্কেল ঘোষণা করেছে। এতে তাদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি অন্যখানে। তাদের সিলেকশন গ্রেড,  টাইম স্কেল বাতিল করা হয়েছে।   এ কারণে তারা আন্দোলন করছেন। এতে তাদের সামনে পদোন্নতির আর কোনো আশা নেই, যে কারণে তাদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী, শিক্ষকদের মর্যাদার কথা চিন্তা করে এর একটি মর্যাদাপূর্ণ সমাধান করবেন।  
 
বিরোধী দলীয় নেতা বলেন, দু‘টি গ্রেড বাতিল করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এর ফলে সরকারি-বেসরকারি কয়েক লাখ শিক্ষার্থীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী এর একটা সুরাহা করুন। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে আন্দোলন বন্ধ হয়ে যাবে।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।