ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গুলশানে রক্তাক্ত অবস্থায় তরুণী উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশানে রক্তাক্ত অবস্থায় রিজিয়া খাতুন লিজা (২১) নামে এক তরুণীকে উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের শুটিং ক্লাব সংলগ্ন ডা. ফজলে রাব্বি পার্কের ভেতরের এক টয়লেট থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।



রিজিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালী। তারা বাবার নাম বেলায়েত হোসেন। তিনি বাড্ডায় এলাকায় ভাড়া বাসায় থাকেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রিজিয়ার ব্যবহৃত মোবাইল ফোনের কল লিস্ট চেক করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। রিজিয়া বিভিন্ন বাসায় আরবি পড়াতেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

রিজিয়াকে উদ্ধার করার সময় তার হাতে ধারালো ছুরি মুষ্ঠিবদ্ধ ছিলো। তার পেটে ছুরিকাঘাতের ধরন দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানান রমজান আলী।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেস্বর ১১, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।