ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকরা বাড়াবাড়ি করছেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিদেশি হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকরা বাড়াবাড়ি করছেন

জাতীয় সংসদ ভবন থেকে: ইতালীয় এবং জাপানি নাগরিক হত্যাকাণ্ড দুঃখজনক এবং নিন্দনীয় হলেও এ নিয়ে পশ্চিমা কূটনীতিকেরা অতি বাড়াবাড়ি প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

বুধবার (১১ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় সংসদে সভাপতির চেয়ারে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তাহজীব আলম সিদ্দিকী বলেন বলেন, কিছু বিপথগামী-পথভ্রষ্ট মানুষ  ছাড়া সকল বাঙালিই দুই বিদেশি হত্যাকাণ্ডে দুঃখ পেয়েছে, লজ্জিত হয়েছে। কিন্তু কিছু পশ্চিমা কূটনীতিকের অতি বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া এবং ঘটনাকে অতিরঞ্জিত করার প্রয়াস সকল বিবেকবান এবং দেশপ্রেমিক নাগরিককে সমানভাবে ব্যথিত করেছে।
 
তিনি বলেন, বাংলাদেশে এ দুটি হত্যাকাণ্ডের প্রায় কাছাকাছি সময়েই থাইল্যান্ডে, তুরস্কে এবং অস্ট্রেলিয়ায় আরও ব্যাপক এবং নির্মমভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু ওইসব ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া এবং যারা নিজেদের বিশ্ববিবেক বলে দাবি করে, তারা ছিল একেবারেই ম্রিয়মান। অথচ সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান আমরা দেখলাম আমাদের দেশে দু’টি দুঃখজনক ঘটনার পর।

স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, সকল হত্যাকাণ্ডই নিন্দনীয় এবং অবশ্যই এ হত্যাকাণ্ডের দায় জাতিকে নিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে, বাংলাদেশ অনিবার্যভাবে মৌলবাদ এবং জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।

তাহজীব আলম সিদ্দিকী বলেন, পশ্চিমা কূটনীতিকদের বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়ায় মনে হচ্ছিল, তালেবানরা যেমন আফগানিস্তানের কুন্দজ দখল করেছে, ঠিক তেমনিভাবে কোনো অদৃশ্য মৌলবাদী শক্তি হয়তো বাংলাদেশ দখল করে নিতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিষবাষ্প আজকে সারাবিশ্বেই কম-বেশি হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তার উৎপত্তিস্থল কোথায়? যে মহারাজারা ভুল কূটনীতি দিয়ে এবং যুদ্ধবাজ পররাষ্ট্রনীতি দিয়ে সারাবিশ্বে মৌলবাদ এবং জঙ্গিবাদের বীজ বপন করেছে, তারাই আজ আমাদের দেশে এসে আমাদেরকে বিশ্ব বিবেকের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে।

এ অবস্থায় আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাটির শেষ দু‘টি চরণই মনে পড়ে... ‘আমি শুনে হাসি আঁখিজলে ভাসি , এই ছিল মোর ঘটে —তুমি মহারাজ সাধু হলে আজ , আমি আজ চোর বটে!’।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/এইচএ

** সামরিক বাহিনীতে সাড়ে ৩ হাজার নারী সদস্য
** শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চান বিরোধীদলীয় নেতা
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না
** বেসামরিক বিমানে লাভ
** সন্ত্রাস দমনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।