ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর বাংলায় এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘বঙ্গবন্ধুর বাংলায় এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো’ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৭ সালের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ হবে একটি যুগান্তকারী ইতিহাস।



স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের জন্য এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকার চুক্তি সইয়ের পর এভাবেই বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ছাড়াও বার্ষিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। আয় হবে ২৫০-৩০০ কোটি টাকা, ব্যয় করা অর্থ তুলে লভ্যাংশের দিকে অগ্রসর হবে বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও অন্যতম বৃহৎ প্রকল্পের চুক্তি সই করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের পর এটি ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুযোগপূর্ণ জরুরি যোগাযোগের ক্ষেত্রে অবদান রাখবে।

‘এতে সরকারের রাজস্ব বাড়বে, পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রাকৃতিক দুর্যোগেও টেরিস্টোরিয়াল সুবিধায় টেলিভিশনের সম্প্রচার করা যাবে,’ বলেন তিনি।  
 
প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রচারের ভাড়া বাবদ এখন প্রায় ১০০ কোটির বেশি টাকা খরচ করছি, এটা সম্পূর্ণ সাশ্রয় হবে। ট্রান্সফরমার ভাড়া দিয়ে ২৫০-৩০০ কোটি টাকা আয় করতে পারবো, ৬/৭ বছরের মধ্যে ব্যয় তুলে আনতে সক্ষম হয়ে লভ্যাংশের দিকে অগ্রসর হবো। ’

বঙ্গবন্ধুকে স্মরণ করে তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমরা সেটাই বিশ্বাস করি, আমাদের দাবিয়ে রাখা সম্ভব নয়, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব।

প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস-এর সঙ্গে চুক্তি সই করেছে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং থ্যালেস এলেনিয়ার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ লইক গ্যাল নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন স্থাপনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর কথা স্মরণ করেন তারানা হালিম।
তিনি বলেন, এর দুই মাস পরই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

স্যাটেলাইট উৎক্ষেপণ চুক্তির পর তারানা হালিম বঙ্গবন্ধু স্মরণে বিটিআরসি ও  থ্যালেস এলেনিয়ার চেয়ারম্যানসহ কর্মকর্তাদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম হাতে নিয়ে বাংলাদেশ ‘ক্লাব অব এক্সক্লুসিভ স্যাটেলাইট ওনিং কান্ট্রিজ’র ৫৭তম সদস্য হবে বলে জানান তারানা হালিম।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।