ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মুগদায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মুগদা থানার বিশ্বরোডে ট্রাক চাপায় শাহরিয়ার আলম আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জাগো বাংলাদেশ পরিবেশ ফেডারেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মুগদা বিশ্ব রোডে সিঙ্গার শো রুমের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মঈনুল।

তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।