ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ এলাকায় সামাজিক অনুষ্ঠান বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সংসদ এলাকায় সামাজিক অনুষ্ঠান বন্ধের দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদ এলাকায় বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান আয়োজন বন্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
 
বুধবার (১১ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।



তার এই দাবির পরিপ্রেক্ষিতে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
 
কাজী ফিরোজ রশিদ বলেন, এই ভবনটি ২০১৫ একর ভূমি অধিগ্রহণ করে বানানো হয়েছে। এখানে আমাদের অনেকগুলো কাজ ২০১৪ সালে সমাপ্ত করা হয়েছে। সব থেকে যেটা বেশি প্রয়োজন ছিল আমাদের নিরাপত্তার দিকটি বিবেচনা করা। কিন্তু এইখানে নিরাপত্তা বেষ্টনী এতো দুর্বল। আপনার (স্পিকার) ওই অঞ্চলটা নয়। এই ব্লকটা এতোটা ঝুঁকিতে আছে। যেটা বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন পার্লামেন্ট ক্লাবে যাই। এখানে গেলে দেখবেন। আমাদের খেজুর বন, দেবদারু বন, বিশাল খোলা পরিধি অন্ধকার হয়ে থাকে। কোনো লোকজন যাতায়াত করলে দেখা যায় না।

‘হাঁটতে গিয়ে দেখা যায় রাতের অন্ধাকারে লোক আসছে। জিজ্ঞেস করলে বলে, তারা এখানকার কর্মচারী কিংবা তাদের আত্মীয়-স্বজন। এখানেই থাকেন। কোথায় থেকে আসছেন জিজ্ঞেস করলে উত্তর আসে-পাশের রাস্তা থেকে এসেছেন তারা। এসব নিয়ে ইঞ্জিনিয়ারকে বললাম কয়েকটা লাইট লাগাতে পারেন এখানে। পার্লামেন্টস ক্লাবের বাইরে লাইটের অভাবে ভূতড়ে লাগে,’ বলেন তিনি।
 
পার্লামেন্ট ক্লাবের সংস্কার দাবি করে স্পিকারের উদ্দেশ্যে ফিরোজ রশীদ বলেন, পার্লামেন্ট ক্লাবকে সংস্কার করতে করতে চাই, আরও সুন্দর করতে চাই।

সংসদ ভবন এলাকায় বিভিন্ন সময় হওয়া বিয়ের অনুষ্ঠানেরও সমালোচনা করেন তিনি।   এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।   

পরে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজএ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
 
** রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণে স্থানীয় নির্বাচন
** বিদেশি হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকরা বাড়াবাড়ি করছেন
** সামরিক বাহিনীতে সাড়ে ৩ হাজার নারী সদস্য
** শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চান বিরোধীদলীয় নেতা
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না
** বেসামরিক বিমানে লাভ
** সন্ত্রাস দমনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।