ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে বগুড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে বগুড়া ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকে কেন্দ্র করে এরইমধ্যে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে বগুড়ার শহর এলাকা।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আইন-শৃঙ্খলা জোরদার করতে এরইমধ্যে প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহলের ব্যবস্থা করা হয়েছে। আর সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের নজরদারি তো থাকছেই।  

এদিকে বগুড়া সেনানিবাস থেকে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে প্রধানমন্ত্রীর  জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠে আসার পথেরও সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে  বুধবার দিনরাত ১২টা থেকে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত শহরের বনানী থেকে সাতমাথা হয়ে থানার মোড় পর্যন্ত সড়কে সব ধরনের দোকনপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার  নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জনসভাস্থলেও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুরো মাঠ তল্লাশি করা হয়েছে বলে জানায় সূত্র।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর আগমনে কেন্দ্র করে দুইদিন আগে থেকে বগুড়া সার্কিট হাউজসহ আশপাশের ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দেওয়া হয়েছে।

নিরাপত্তার কারণে জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃহস্পতিবারের (১২ নভেম্বর) জেএসসি পরীক্ষার কেন্দ্র সরিয়ে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে স্থানান্তর করা হয়েছে।

একই সঙ্গে বুধবার সকাল থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র এএসপি (বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বলেন, এরইমধ্যে শহর এলাকায় ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকধারী কর্মকর্তারাও কাজ করছেন।  

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে এরই মধ্যে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রীর সফরকালীন যেসব সড়ক ব্যবহার করা হবে সেগুলো স্থাপিত স্থাপনা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাক (সার্বিক) খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।