ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শূন্যপদে নার্স নিয়োগের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
শূন্যপদে নার্স নিয়োগের দাবি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শূন্যপদে নার্স নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।



অ্যাসোসিয়েশনটির সভাপতি রিনা আক্তারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব ফারুক হুসাইনসহ বিভিন্ন সদস্যরা।

বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের শূন্যপদে নিয়োগ ও ১০ হাজার নতুন পদ সৃষ্টির আশ্বাস দিলেও এখন পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ইতোমধ্যে অনেক নার্স তাদের চাকরির বয়স হারিয়ে ফেলেছেন। ফলে প্রশিক্ষত নার্সদের মনোবল ভেঙে পড়ছে।

তাই অবিলম্বের ১০ হাজার নতুন পদ সৃষ্টি করে দক্ষ নার্সদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।