ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হামেরদী বাসস্ট্যান্ডে বাসচাপায় আরিফ মোল্লা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শামসুদ্দিন মোল্লার ছেলে।

ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে বলেন, নিহত আরিফ গোপালগঞ্জ জেলায় পল্লী প্রগতি সহায়ক সমিতিতে চাকরিরত ছিলেন। তিনি ফরিদপুর থেকে কর্মস্থলে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে হামেরদী বাসস্ট্যান্ডে এলে ফরিদপুর থেকে বরিশালগামী বিলাস পরিবহন (ফরিদপুর ব-১১-০০২০) তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।