ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে বাড়ির তত্ত্বাবয়াকের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
মুন্সীগঞ্জে বাড়ির তত্ত্বাবয়াকের রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে নাছিরউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ওই এলাকার আমেরিকা প্রবাসী মতিয়া বেগমের বাড়ির চতুর্থ তলার ফ্লাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।



নাছিরউদ্দিন মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটে চুরি হলে ভাড়াটিয়া কুয়েত প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ফারিয়া বেগম বাড়ির তত্ত্বাবধায়ক নাছিরকে চুরির অপবাদ দেয়। সম্ভবত এই অপমান সহ্য করতে না পেরে নাছির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নাছিরকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগও তোলেন কয়েকজন।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে নিশ্চিত করে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।