ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়ের মাসে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিজয়ের মাসে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন ওবায়দুল কাদের / ফাইল ফটো

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ কাজের মনিটরিং করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হবে। ইতোমধ্যে সেতুর ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্প এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেতু বিভাগের নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেনসহ সেতু বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।